সিলেটবুধবার , ৯ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শাবির ভর্তি পরীক্ষার আবেদনের মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার

Ruhul Amin
নভেম্বর ৯, ২০১৬ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদনের মেয়াদ আগামী কাল ১০ নভেম্বর বৃহস্পতিবার শেষ হচ্ছে।
জানাগেছে, বিগত ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়। ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত কেবল প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস’র মাধ্যমে আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’ এর গ্রাউন্ড ফ্লোরের এক কক্ষে শাবি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নিয়াজ আহমেদ এবং সদস্য সচিব প্রফেসর ড. বেলায়েত হোসাইন।
ভর্তি প্রক্রিয়া ‘এ (১০০০টাকা)’, ‘বি-১(১০০০টাকা)’, ও ‘বি-২ (১২০০টাকা)’ ইউনিটে বিভক্ত করে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটের ৯টি বিষয়ে মোট ৬১৩টি আসন আছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২২০টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৩১০টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৮৩টি আসন সংখ্যা রয়েছে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য‘বি’ ইউনিটে ১৯টি বিষয়ে মোট ৯৫০টি আসন রয়েছে।
এবারে শাবিতে নতুন দুটি বিভাগ খোলা হয়েছে। সমুদ্র বিজ্ঞানে ৩০টি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে বলে জানান তারা।
ইউনিটভুক্ত আসন ছাড়াও ৯২টি সংরক্ষিত আসন রয়েছে। সংরক্ষিত আসন সংখ্যায় মুক্তিযোদ্ধা কোটায় ২৮ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্ত্বা ২৮ জন, প্রতিবন্ধী ১৪ জন, পোষ্য কোটায় ১৬ জন এবং বিকেএসপি কোটায় ৬ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

শিক্ষার্থীদের টেলিটক মোবাইল ফোনের এসএমএস’র মাধ্যমে আবেদন করার পদ্ধতি:

SUST<space>SYL<space>123456<space>2016<space> SYL<space>654321<space>2014<space>A

এখানে 123456 এবং 654321 যথাক্রমে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার রোল নম্বর। SYL সিলেট বোর্ডের শিক্ষার্থীদের জন্য।

ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা:

২০১৫-১৬ সালের অনুষ্ঠিত এইচ.এস.সি (সাধারণ ও কারিগরি)/আলিম/ডিপ্লোমা ইন কমার্স/সমমান এবং ২০১৩-১৪ সালের অনুষ্ঠিত এস.এস.সি (সাধারণ ও কারিগরি)/দাখিল বা সমমান পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।

তবে ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১১-১২ সালের এস.এস.সি. বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এ ইউনিটে আবেদন করার জন্যে এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি./সমমান উভয় পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.৫ থাকতে হবে।

বি ইউনিটে আবেদন করার জন্যে এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি./সমমান উভয় পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৭.০ থাকতে হবে।

এদিকে, আগামী ২৬ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াই টায় ‘বি-১’ ও ‘বি-২’র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য www.sust.edu/admission  ওয়েবসাইটে পাওয়া যাবে।