সিলেট ১৬ই মে, ২০২২ ইং | ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬
সিলেট রিপোর্ট: হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৩টায় জেলা শহরের জঙ্গলবহুলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত ওই ডাকাতের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ৫/৬ জনের একদল ডাকাত রাত ৩টার দিকে জঙ্গলবহুলা এলাকায় খোয়াই নদীর তীরে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন- এমন খবর পেয়ে সদর থানার পুলিশ অভিযানে নামে। পুলিশ স্থানীয় কালীমন্দিরের লেবু বাগানের পাশে অভিযানে গেলে ডাকাতদল তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে এক ডাকাত নিহত হন। অন্যরা পালিয়ে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, ডাকাতদের ব্যবহৃত পাঁচটি রামদা, একটি ধারালো ছুরি, একটি গ্রিল কাটার মেশিন, একটি রেঞ্জ উদ্ধার করা হয়েছে।
ডাকাতদের হামলায় এসআই মিজানুর রহমান, এসআই অরূপ কুমার চৌধুরী, এসআই শাহীদ মিয়া, কনস্টেবল ইয়াছির আরাফাত ও কর্ণমনি। তাদেরকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com