সিলেটমঙ্গলবার , ২৫ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে শাহবাজপুর সেতু

Ruhul Amin
জুন ২৫, ২০১৯ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর সেতুর ভেঙে পড়া অংশ সংস্কারের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

সোমবার সকালে সেতুটি সীমিতভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ফলে পাঁচদিন পর সিলেটের সাথে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ ফের চালু হলো। এতে অবসান ঘটল ভোগান্তিরও।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এও বলেছেন,‘শাহবাজপুর সেতুতে নতুন বেইলি সেতু স্থাপনের কাজ শেষ হওয়ায় সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে সীমিতভাবে যানবাহন চলাচল করবে।’

এর আগে গত ১৮ জুন শাহবাজপুর এলাকায় তিতাস নদীর ওপর নির্মিত সেতুরটির চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এর ফলে দুর্ঘটনার আশঙ্কায় সেতুটি দিয়ে ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।