সিলেটশুক্রবার , ২৮ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সিলেটে প্রস্তুতি সভা

Ruhul Amin
জুন ২৮, ২০১৯ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: আগামী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৯। প্রত্যেক বছরের মতো এবারও বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। বিভাগীয় নগরী সিলেটেও দিবসটি পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে পরিবার পরিকল্পনা বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে আলমপুরস্থ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগে কর্মরত সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এ প্রস্তুতি সভা করা হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেট বিভাগের সহকারি-পরিচালক এ কে আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিন। উপস্থিত ছিলেন সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, সদর উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. মো. নজরুল ইসলাম।

এছাড়া প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- সীমান্তিকে উপ-নির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবীর, এসবিসিসি উজ্জীবনের বিভাগীয় সমন্বয়ক জামিল আখতার, মেরী স্টোপসের প্রোগ্রাম অফিসার মোহল লাল দাস, আইপিএস বাংলাদেশের বিভাগীয় সমন্বয়ক জাবেদ আলী, মমতা প্রকল্পের প্রকল্প পরিচালক রাশেদুজ্জামান, সেভ দ্যা চিলড্রেনের ডা. লাকী আক্তার, সুখী জীবনের সমন্বয়ক সুশান্ত শেখর রায় প্রমুখ।

প্রস্তুতি সভায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ১১ জুলাই সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হবে।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য কর্মসূচিতে উল্লেখযোগ্য অবদান রাখা শ্রেষ্ট কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন সংশ্লিষ্টরা।