সিলেটসোমবার , ১ জুলাই ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে বাস উল্টে গভীর খাদে, প্রাণ গেল ৩৩ জনের

Ruhul Amin
জুলাই ১, ২০১৯ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় যাত্রীবাহী একটি মিনিবাস সড়ক থেকে গভীর খাদে পড়ে গেছে। এতে অন্তত ৩৩ যাত্রীর প্রাণহানি ঘটেছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিক মর্মান্তিক এই বাস দুর্ঘটনা ঘটে। এতে আরো কমপক্ষে ২২ যাত্রী আহত হয়েছেন।

দেশটির সরকারি সংবাদসংস্থা পিটিআই জানায়, অতিরিক্ত যাত্রীবাহী ওই বাসটি কাশ্মীরের কেশওয়ান থেকে কিশতওয়ার শহরের দিকে যাচ্ছিল বাসটি। সকাল সাড়ে সাতটার দিকে সার্গওয়ারি এলাকায় পৌঁছানোর পর বাসটি সড়ক থেকে উল্টে গভীর খাদে পড়ে যায়।

জম্মু পুলিশের মহাপরিদর্শক এম কে সিনহা পিটিআইকে বলেন, এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ঘটনাস্থলে ত্রাণ এবং উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

জম্মু-কাশ্মীরের জ্যেষ্ঠ রাজনীতিক মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহ মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় মেহবুবা মুফতি বলেছেন, কিশতওয়ারের মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে দুঃখ পেয়েছি। হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করছি।