সিলেটমঙ্গলবার , ২ জুলাই ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শাহপরাণে যুবলীগের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ৩

Ruhul Amin
জুলাই ২, ২০১৯ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
শাহপরাণে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ৩ জন আহত হয়েছেন। এসময় এলাকা জুড়ে আতংক সৃষ্টি হয় জনসাধারণের মধ্যে।

জানাযায়, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা এডভোকেট আফছর আহমদ ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিাক সম্পাদক জাহাঙ্গীর আলমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা জুড়ে আতংকের সৃষ্টি হয়। সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছালেও একসময় শাহপরাণ (র.) থানা পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে।

শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

উল্লেখ্য, গত ৩০ জুন সিলেট জেলা যুবলীগের বর্ধিত সভায় যোগ দেয়া নিয়ে অ্যাডভোকেট আফছরের অনুসারী এক কর্মীর উপর হামলা চালায় জাহাঙ্গীর আলমের অনুসারীরা। এর প্রতিবাদে মঙ্গলবার (২ জুলাই) বিকেলে শাহপরাণ বাজার এলাকায় প্রতিবাদ মিছিল করে এডভোকেট আফছর বলয়ের নেতাকর্মীরা। মিছিল শেষে সেখানেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।