সিলেটবুধবার , ৯ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার সঙ্গে আমাদের পূর্বপুরুষদের কুরবানি রয়েছে: আরশাদ মাদানী

Ruhul Amin
নভেম্বর ৯, ২০১৬ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, ভারতের জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী বলেছেন,‘দুনিয়ার কোনো শক্তি মুসলিমদের ব্যক্তিগত আইনে হস্তক্ষেপ করতে পারবে না। মঙ্গলবার উত্তর প্রদেশের মুরাদাবাদে এক বিপুল জনসমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।

মুরাদাবাদ জামে মসজিদ পার্কে জমিয়তে উলামা হিন্দ আয়োজিত রাষ্ট্রীয় একতা সম্মেলনে আমন্ত্রিত বক্তারা বিভেদপন্থীদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। সম্মেলনে উত্তর প্রদেশের দাদরিতে মুহাম্মদ আখলাক হত্যা থেকে শুরু করে ভোপাল এনকাউন্টারের কঠোর সমালোচনা করা হয়।

জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী বলেন, ‘এই দেশ আমাদের। দেশের স্বাধীনতার সঙ্গে আমাদের পূর্বপুরুষদের কুরবানি রয়েছে। আমরা দেশের বরবাদি দেখতে পারি না।বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, দেশকে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেশকে বিভক্ত করার ষড়যন্ত্র রচনা করা হচ্ছে।

মাওলানা মাদানী বলেন, ‘আমাদের কর্তব্য হল, ভালবাসা এবং ঐক্যের মাধ্যমে দেশ থেকে ঘৃণার রাজনীতিকে উৎখাত করা। হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে ভালবাসা এবং আন্তরিক পরিবেশ সৃষ্টি করা।’

তিনি বলেন, এর আগে ‘ঘর ওয়াপসি’(ঘরে ফেরা) কর্মসূচি চালানো হয়েছে, ভোটাধিকার কেড়ে নেয়ার কথা বলা হয়েছে। কিন্তু মানুষ ওই সব কথাকে গুরুত্ব দেয়নি। কারণ এ দেশে সাম্প্রদায়িকতাবাদীদের সংখ্যা খুব কম। দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা শান্তিতে বিশ্বাসী।’

সম্মেলনে জমিয়তে উলামা হিন্দের উত্তর প্রদেশ শাখার সভাপতি মাওলানা সৈয়েদ আশহাদ রশিদি বলেন, ‘এই দেশ ইতিহাসের বিপজ্জনক দিকে যাচ্ছে। সাম্প্রদায়িক শক্তিসমূহ দেশের সেক্যুলার সংবিধানে আগুন ধরাতে চাচ্ছে। কিন্তু দেশের সেক্যুলার মানুষ তা কখনোই হতে দেবে না।’

রাষ্ট্রীয় একতা সম্মেলনে অন্যান্য ধর্মের বিদ্বান ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মুরাদাবাদের পাশাপাশি বেশ কয়েকটি জেলার মানুষ সম্মেলনে অংশ নেয়ায় সম্মেলন স্থল থেকে ৪ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র জ্যাম সৃষ্টি হয়।

সূত্র: পার্স টুডে