সিলেটশুক্রবার , ৫ জুলাই ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কওমি মাদরাসা হলো দ্বীন ইসলামের প্রকৃত কেন্দ্র : পীর সাহেব বরুণা

Ruhul Amin
জুলাই ৫, ২০১৯ ৫:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: আনজুমানে হেফাজতে ইসলামের আমির বরুনা মাদরাসার শায়খুল হাদীস আল্লামা খলিলুর রহমান বলেছেন, কওমি মাদরাসা হলো দ্বীন ইসলামের প্রকৃত কেন্দ্র। সত্যিকারের নায়বে নবী তৈরীর কারখানা। তিনি বলেন, আল্লাহর দ্বীন দুনিয়াতে জারি রাখার স্বার্থেই এসব প্রতিষ্ঠানের প্রয়োজন। তিনি ছাত্রদের দ্বীনের সৈনিক উল্লেখ করে বলেন, ফেৎনার এই যুগে যোগ্য আলেমের বেশী প্রয়োজন। বৃহস্পতিবার (৪ জুলাই) তিনি জামেয়া আনোয়ারুল উলুম বরুনা মাদরাসায় মেধাবী ছাত্রদের মধ্যে বৃত্তিপ্রদান ও নবীণ বরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। দুপুর ১২ টায় মসজিদে আবুকবর এ অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়ার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল হোসেন খান, মৌলভীবাজার পৌর কাউন্সিলর আলহাজ্ব আয়াস আহমদ,দৈনিক খোলা চিঠি সম্পাদক সরফরাজ আলী বাবুল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,সিলেট রিপোর্ট এর সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী। মাওলানা শফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামেয়ার শিক্ষাসচিব মাওলানা রশীদ আহমদ, মাওলানা সাইফুর রহমান, মাওলানা আব্দুল হাই উত্তর সুরী, মাওলানা আব্দুল গফুর, মুফতি ইউসুফ কাসেমী,মাওলানা জাবেদ আহমদ, মাওলানা মিসবাহ উদ্দীন জুবায়ের,মাওলানা মনজুর আশরাফী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা শেখ বদরুল আলম হামিদী বিগত সকল পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করেন।