যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্য সফররত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৭ নং সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী সাহেবের সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভাটি আয়োজন করে যুক্তরাজ্যস্থ সুনামগঞ্জ সমিতি পোর্টস মাউথ ও আইল অফ হোয়াইট।
গত ৩০ অক্টোবর , রবিবার, দুপুর ২ ঘটিকার সময় পোর্টস মাউথের ‘গ্রীল ফিলাজ’ রেস্টুরেন্টে হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মুকিত। সভা পরিচালনা করেন সমিতির সদস্য সচিব শহিদুল ইসলাম।
সংবর্ধিত অতিথি জনাব কামালী বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের জাতীয় সম্পদ।
তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি প্রবাসীদেরকে আরও বেশি আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহবান জানান। এতে তিনি তার সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন। সুনামগঞ্জ সমিতি তাঁকে এই সংবর্ধনা দেয়ায় সংগঠনের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। সভায় সমিতির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
উপস্থিত সবাইকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।