ওয়াশিংটনের ছোট শহর সিয়াটলে ট্রাম্পবিরোধী বিক্ষোভে গুলিতে পাঁচজন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
বুধবার রাতে ডাউন টাউনে বিক্ষোভ চলাকালে হঠাৎই এক ব্যক্তি উত্তেজিত হয়ে যায় এবং ভিড়ের মধ্যে থেকে দৌড়ে এসে অতর্কিত গুলি ছোঁড়েন। এতে পাঁজন আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, বাকি সবার পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
সিয়াটল পুলিশ বিভাগের সহকারী প্রধান রবার্ট মার্নার বলেছেন, ট্রাম্পবিরোধী বিক্ষোভের সঙ্গে এই গুলির ঘটনার সরাসরি কোনো যোগাযোগ তারা পাননি। প্রাথমিকভাবে এ ঘটনাকে ব্যক্তিগত বিবাদের জের বলে তারা মনে করছেন।
গুলি চালিয়ে দ্রুত ওই স্থান থেকে সটকে পড়েন অভিযুক্ত ব্যক্তি। বিক্ষোভের কারণে কাছাকাছি উপস্থিত পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসলেও অস্ত্রধারী সেই ব্যক্তিকে ধরতে পারেনি।