সিলেটমঙ্গলবার , ৯ জুলাই ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের কাছে পরিচয়পত্র পেশ করলেন সৌদির প্রথম নারী রাষ্ট্রদূত

Ruhul Amin
জুলাই ৯, ২০১৯ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র দিয়েছেন প্রিন্সেস রিমা বিনতে বন্দর বিন সুলতান।

মঙ্গলবার টুইটারে দেয়া এক পোস্টে প্রিন্সেস রিমা জানান, ওয়াশিংটনে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আমার পরিচয়পত্র হস্তান্তর করেছি। আমি দুই পবিত্র মসজিদের খাদেম এবং সৌদি যুবরাজের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট এবং নাগরিকদের শুভকামনা জানাচ্ছি।

সৌদি আরবের প্রথম এ নারী রাষ্ট্রদূত আরও বলেন, আমি দেশ ও জাতির স্বার্থ এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করার আপ্রাণ চেষ্টা করব।

এর আগে ওয়াশিংটনে সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাযির বৃহস্পতিবার জানিয়েছিলেন, রাষ্ট্রদূত হিসেবে প্রিন্সেস রিমা বিনতে বন্দর বিন সুলতান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার পরিচয়পত্র উপস্থাপন করেছেন।

একই দিন প্রিন্সেস রিমা টুইটবার্তায় বলেন, আজ থেকে আমি যুক্তরাষ্ট্রে আমি রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেছি। আমি এবং আমার সঙ্গীরা যেন দেশের সেবায় কাজ করতে পারি মহান আল্লাহর কাছে আমার এই প্রার্থনা রইলো।