সিলেটবৃহস্পতিবার , ১১ জুলাই ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারতের পরাজয়ে কাশ্মীরীদের উল্লাস!

Ruhul Amin
জুলাই ১১, ২০১৯ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
কাশ্মীরীরা ভৌগোলিকভাবে ভারতীয় হলেও মনেপ্রানে কখনোই ভারতকে স্বীকার করেনি। ভারত সরকারের প্রতি এই ক্ষোভ আরো স্পষ্ট হয়ে উঠে আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় ক্রিকেট দলের যেকোন পরাজয়ে।

গতকাল বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে ফেবারিট ভারত। আর তাতেই ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভারতের এই পরাজয়ে বাঁধ ভাঙ্গা উল্লাস করতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের।

ম্যাচ শেষ হবার পর পরই দলে দলে মানুষ রাস্তায় নেমে আসে। নেচে-গেয়ে, আতশবাজি ফুটিয়ে উল্লাসে ফেটে পড়ে তারা। ভারতীয় আগ্রাসন বিরোধী স্লোগান আর ফ্রি-কাশ্মীর স্লোগানে মুখরিত হয়ে উঠে শ্রীনগরের বিভিন্ন মহল্লা। কোথাও কোথাও পাকিস্তানপন্থী স্লোগানও শোনা গেছে।

কাশ্মীরীদের এমন উদযাপনের ছবি ও ভিডিও পরবর্তীতে ছড়িয়ে পরে টুইটার, ফেসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এর আগে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের শোচনীয় পরাজয়ের পর কাশ্মীরে একই রকম উদযাপন তীব্র সমালোচনার জন্ম দেয়।