সিলেটশুক্রবার , ১২ জুলাই ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দশ বছরে ২৯৪ বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ

Ruhul Amin
জুলাই ১২, ২০১৯ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের চলতি ১০ বছরের শাসনামলে (২০০৯-২০১৮) সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৯৪ জন বাংলাদেশীকে হত্যা করেছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য দিয়েছেন।

তবে তার দাবী আগের তুলনায় সীমান্তে হত্যা অনেকটা কমে এসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান ২০০৯ সালে ৬৬ জন, ২০১০ সালে ৫৫ জন, ২০১১ সালে ২৪ জন, ২০১২ সালে ২৪ জন, ২০১৩ সালে ১৮ জন, ২০১৪ সালে ২৪ জন, ২০১৫ সালে ৩৮ জন, ২০১৬ সালে ২৫ জন, ২০১৭ সালে ১৭ জন এবং ২০১৮ সালে ৩ জনকে হত্যা করা হয়।

বিএনপির এমপি হারুনুর রশীদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সীমান্তে হত্যা কমে আসছে। ২০০৯ সালে যেখানে হত্যা করা হয়েছিল ৬৬ জন, ২০১৮ সালে তা কমে দাঁড়ায় ৩ জনে। সরকার কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিএসএফ একমত পোষণ করে আসছে বলেও জানান তিনি।