সিলেটসোমবার , ১৫ জুলাই ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন’র নতুন কমিটি ঘোষনা

Ruhul Amin
জুলাই ১৫, ২০১৯ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

কে এস এম আরিফুল ইসলাম:

বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি ঘোষনা হলো।

আজ রবিবার ( ১৪জুলাই) সংগঠনটির সম্মানীত উপদেষ্টা মাহমুদুর রহমান জাবেদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয় যেখানে সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মুন্না কে সভাপতি ও কেফায়েতুল্লাহ্ প্রিয় কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা দেয়া হয়। এর আগে সাবেক সভাপতির অলিখিত ঘোষণা পত্রের মাধ্যমে সিনিয়র সহ সভাপতি শাহজাহান শাহীনকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করে নিজের পদ থেকে সড়ে দাড়ান এবং পরে সংগঠনের সকল সদস্য সংগঠনের উপদেষ্টার সাথে দফায় দফায় মিটিং করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানালে পূর্বের কমিটি বিলুপ্ত করে উপদেষ্টা ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীরকে উপদেষ্টা মন্ডলির সদস্য হিসাবে ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন এবং সংগঠনের কাজকে দ্রুত এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে অনতিবিলম্বে কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। ফোনআলাপের মাধ্যমে নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করা হলে সভাপতি জানান সম্মানিত উপদেষ্টার সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত এবং আমি সভাপতি হয়েছি মানে আমার দায়িত্ব এখন সবথেকে বেশি । আমি নিজেকে সভাপতি নয় একজন দক্ষ কর্মী হিসেবে প্রমান করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো।সকল স্বার্থের উপর বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন আমি সভাপতি নিজের যোগ্যতায় হইনি হয়েছি কারো ব্যর্থতায় আর সকলের ভালোবাসায় তবে সংগঠনকে সক্রিয় রাখার লক্ষ্যে কাজ করে যাবো ।এবং দ্রুত কমিটি পুরনাঙ্গ করা হবে।
সাধারণ সম্পাদক বলেন যে “আমি সভাপতির কথার সাথে একমত পোষণ করে কথা দিচ্ছি অতীতর সকল বিশৃঙ্খলা মুছে নতুন এক রূপ প্রদানের লক্ষ্যে কাজ করে যাবো সর্বদা এবং সর্ব ক্ষণ সংগঠন নিয়ে কাজ করে যাবো। নব গঠিত কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন (সহ-সভাপতি)শাহজাহান শাহীন,(সহসভাপতি)নবাব শেখ শুভ,(সহ-,সভাপতি)রুবাইয়া মাহবুব সুহা,(সহ-সভাপতি)সিয়াম মোহাম্মদ জিহাদুল ইসলাম,(সহ-সভাপতি)মাসুদ রানা পাপ্পু,(যুগ্ম-সম্পাদক) ফাতেমাতুজ্জোহরা মনি,(যুগ্ম-সম্পাদক)শেখ সাদিয়া মৌরিন,(সাংগঠনিক সম্পাদক)নাইমুল ইসলাম জীবন,(সাংগঠনিক সম্পাদক) গার্গী চ্যাটার্জী,(দপ্তর সম্পাদক) হাসানুজ্জামান তুহিন,(উপ-দপ্তর সম্পাদক)ইমরান ব্যাপারী,(অর্থ বিষয়ক সম্পাদক) আশফাক এলাহী,(উপ-অর্থ বিষয়ক সম্পাদক)সামিহা মাহমুদ মৃদু,(প্রচার সম্পাদক)অমিত রসুল অপি,(নারী বিষয়ক সম্পাদক)সাদিয়া রহমান,(উপ-নারী বিষয়ক সম্পাদক) সানজিদা জাহান শিখা।