সিলেটসোমবার , ২২ জুলাই ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইসলামিক লয়ার হতে চান নোমান বিন আফসার

Ruhul Amin
জুলাই ২২, ২০১৯ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
কওমি মাদ্রাসার তাকমিল ফিল হাদিস তথা বাংলাদেশ সরকার স্বীকৃত কওমি মাদ্রাসার দাওরা হাদিস মাস্টার্সে A+ পেয়েছে আদর্শবাহী উজানীগাঁও গ্রামের শায়খ মাওলানা আফসার উদ্দিনের ২য় ছেলে হাফেজ নোমান আহমদ ছালেহ।
গত মে মাসে অনুষ্ঠিত কওমির সরকার স্বীকৃত মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে পরিক্ষায় সিলেট জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল রাহ. থেকে ১৫১জন পরিক্ষার্থীদের সাথে সে ও অংশ নেয়। সমগ্র বাংলাদেশে সর্বমোট পরিক্ষার্থী ছিল ২৬হাজার।
এ অনুষ্ঠিতব্য পরিক্ষার রিজাল্ট ৩ জুলাই প্রকাশ হয়।এ ফলাফলে দক্ষিন সুনামগঞ্জ উজানীগাঁও গ্রামের এই তরুণ হাফেজ নোমান আহমদ ছালেহ গ্রামের মান কে আরো একধাপ এগিয়ে দিয়েছে। সে এ বছর আরো উন্নত লেখা পড়ার উদ্যেশ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার আশ্রাফাবাদ কামরাঙ্গীরচর শরিয়াহ ইসলামিক আইন নিয়ে লেখা পড়া করছে। সে এখন সংস্কারমূখী ইসলামিক লয়ার হতে চায়। সে আপনাদের দোয়া প্রার্থী। উল্লেখ্য মাওলানা আফসার উদ্দিন দক্ষিন সুনামগঞ্জ উজানীগাঁও গ্রামের মৃত নাজির উদ্দিন এর ছেলে, জয়কলস মাদ্রাসার নির্বাহী প্রিন্সিপাল, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি, কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য।
শায়খ মাওলানা আফসার উদ্দিনের ৩ ছেলে, বড় ছেলে সালমান ২য় ছেলে হাফেজ মাওলানা নোমান আর ছোট ছেলে হাফেজ জাকওয়ান। সে এখন সায়্যিদ সালিম কাসিমী পরিচালিত শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ায় আরবি ভাষা ও সাহিত্য নিয়ে পড়ছে।