সিলেটসোমবার , ২২ জুলাই ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুতে মাথা লাগবে এটি গুজব :আইনমন্ত্রী

Ruhul Amin
জুলাই ২২, ২০১৯ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতুতে মাথা লাগবে এধরণের একটি গুজব ছড়ানো হয়েছিল। ছেলে ধরা গুজবে কান না দিয়ে কাউকে সন্দেহ হলে আইনকে নিজের হাতে তুলে না নিয়ে তাকে আইনের হাতে তুলে দিন। আজ সোমবার দুপুরে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির ৫তলা ভবন উদ্বোধন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক একথা বলেন।

পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্যরে সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড.আমিনুল হক খান মুকুলের সঞ্চালনায় আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন আইনমন্ত্রী।

[কাউকে সন্দেহ হলে আইনের হাতে তুলে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর] এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, জেলা ও দায়রা জজ আবু মোঃ আমিমুল এহসান,প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান,আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা,জেলা প্রশাসক মঈনুল ইসলাম,পুলিশ সুপার জয়দেব চৌধুরী সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনজীবী সমিতির সদস্যগণ।

সরকারী অর্থায়নে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় জেলা আইনজীবী সমিতির ৫তলা ভবন।