সিলেটসোমবার , ২৯ জুলাই ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে রাব্বী হত্যাকান্ডের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

Ruhul Amin
জুলাই ২৯, ২০১৯ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

ছাতক প্রতিনিধি:
ছাতকে মেহেদী হাসান রাব্বী হত্যাকান্ডের ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে পূর্ব নোয়ারাই গ্রামের বাসিন্দা মৃত মনোহর আলীর পুত্র পৌর কাউন্সিলর লিয়াকত আলী, তার ভাই আমির আলী, গ্রামের ইজ্জাদ আলী সরকারের পুত্র তাজিম, আমির আলীর পুত্র সোহাগ, হাবিবুর রহমানের পুত্র অপু, মকতছির আলীর পুত্র মুক্তার আলী, ছাতক সিমেন্ট কারখানার প্রাক্তন শ্রমিক শফিক মিয়ার পুত্র তারেক আহমদ, জামিল আহমদ, আন্ধারীগাঁও গ্রামের আজিজ মিয়ার পুত্র সানি, নোয়রাই ইসলামপুর গ্রামের সোনা মিয়ার পুত্র জাহাঙ্গির আলম, সিমেন্ট কারখানার ৪নং এলাকার রুকনুজ্জামানের পুত্র খুশেদ আলম অর্নব, ব্যাং কলোনী এলাকার আবুল কাসেম মিয়ার পুত্র বাবু আহমদসহ ১৭ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা (নং-২০) দায়ের করেন। ঘটনার চার দিনের মাথায় এ মামলা দায়ের করা হয়। গত ২৩ এপ্রিল রাতে সিমেন্ট কারখানার ৪নং এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান রাব্বীকে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় প্রতিপক্ষরা। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু ঘটে। মেহেদী হাসান রাব্বী শহরের নোয়ারাই এলাকার আলমগীর হোসেনের পুত্র।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল এ ব্যাপারে জানান, থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।