সিলেটবৃহস্পতিবার , ১ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আখালিয়ায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে পথচারী গুলিবিদ্ধ

Ruhul Amin
আগস্ট ১, ২০১৯ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
সিলেট নগরীর আখালিয়া এলাকায় অভ্যন্তরীন বিরোধের জের বুধবার রাত ৮টায় ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন, ছুরিকাহত হয়েছেন আরো ২জন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
গুলিবিদ্ধ রাকিব আহমদসহ আহত তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন জানান, আখালিয়া বিজিবি স্কুল এন্ড কলেজের সামনে আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। সুজেল তালুকদার ও প্রতিপক্ষ রাজনের গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে সুজেল গ্রুপের জুনেদ ও রাজন গ্রুপের মারুফ ছুরিকাহত হয়। উদ্ভূত পরিস্থিতিতে দু’পক্ষ গুলিবিনিময় শুরু করলে পথচারী রাকিব আহমদের পায়ে গুলি লাগে। রাকিব, জুনেদ ও মারুফ ছাড়াও উভয় পক্ষে আরও কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে মারুফের অবস্থা আশংকাজনক।
ওসি অকিল উদ্দিন আরো জানান, সুজেল ও রাজন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানান ওসি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি।