সিলেটবৃহস্পতিবার , ১ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে ডেঙ্গুতে আক্রান্ত ২৬

Ruhul Amin
আগস্ট ১, ২০১৯ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার পৌরসভার নিজস্ব অর্থায়ণে ক্রয় করা হলো স্প্রে দিয়ে মশা মারার ৬টি ফগার মেশিন।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় মেশিন দিয়ে স্প্রে করে এর উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, জেলা সিভিল সার্জন শাহজাহান কবির চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সারোয়ার আলম, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন, কাউন্সিলর নাহিদ হোসেন, বায়েছ আহমদ, শেখ রুমেল আহমেদ, ক্রীড়া সংগঠক মাহবুব ইজদানী ইমরান প্রমুখ।

পৌর মেয়র ফজলুর রহমান বলেন, পৌরসভার নিজস্ব ফান্ড থেকে ৬ লক্ষ টাকা ব্যয় করে এই ৬টি মেশিন কেনা হয়েছে। মৌলভীবাজার শহরবাসীকে ডেংগু মশার আক্রমণ থেকে বাঁচাতে পৌরসভা সতর্ক রয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বলেন, এ পর্যন্ত মৌলভীবাজারে ২৬ জন রোগী ধরা পড়েছে। তবে আশংকাজনক নয়। মশার আক্রমণ থেকে বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।