সিলেটশনিবার , ১২ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাস্টিয়ান ফোরাম, কানাইঘাট- এর নবীন বরণ সম্পন্ন

Ruhul Amin
নভেম্বর ১২, ২০১৬ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

আসিফ আযহার,সিলেট রিপোর্ট: শাবিপ্রবিতে অধ্যয়নরত কানাইঘাট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান ফোরাম, কানাইঘাট’ এর উদ্যোগে গত শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। শাবিপ্রবির ইউনিভার্সিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এহসান-ই-এলাহী। অনুষ্ঠানের শুরুতে কানাইঘাট উপজেলাকে আলোকিত করে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা পরিকল্পনা ও মতামত তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আসিফ আযহার।

এরপর অনুষ্ঠানে উপস্থিত প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচয় পর্ব সম্পন্ন হয়। পরিচয় পর্ব শেষে অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যাচের শিক্ষার্থীরা কানাইঘাট উপজেলাকে শিক্ষা-দীক্ষায় আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজ নিজ মতামত ও পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শাবিপ্রবিতে শিক্ষা শেষ করে সদ্য বিদায় নেওয়া কানাইঘাটের দুজন মেধাবী শিক্ষার্থী কামরুল ইসলাম (সমাজবিজ্ঞান বিভাগ) ও মুরশিদা (বাংলা বিভাগ)। আলোচনা শেষে কানাইঘাটের নবাগত শিক্ষার্থীদের ফুল ও বই দিয়ে বরণ করে নেন উপস্থিত সিনিয়র শিক্ষার্থীবৃন্দ।

নবাগত শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের মিছবা-উল হক চৌধুরী (কানাইঘাট পৌরসভা) ও জাহিদ আহমদ (দিঘীরপার পূর্ব ইউনিয়ন); সমাজকর্ম বিভাগের মোসাদ্দেক হোসেন (কানাইঘাট ইউনিয়ন); ব্যবসায় প্রশাসন বিভাগের আল-আমিন চৌধুরী (কানাইঘাট ইউনিয়ন); রসায়ন বিভাগের আকরাম হোসাইন (লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন); পদার্থবিজ্ঞান বিভাগের সঞ্জয় দাস (কানাইঘাট পৌরসভা); লোক প্রশাসন বিভাগের জহিরুল আলম (দিঘীরপার পূর্ব ইউনিয়ন); বায়োটেকনোলজি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের আবুল বাশার (কানাইঘাট ইউনিয়ন); আই.পি.ই. বিভাগের তারিকুল ইসলাম (লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন); বাংলা বিভাগের মুশফিকুর রহমান (ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন); পি.এস.এস বিভাগের সুলতান আল মাবরুর (দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন); সমাজবিজ্ঞান বিভাগের জুবায়রা জুই (বড়চতুল ইউনিয়ন) এবং শাপলা (ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন)।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ছিলেন ইংরেজি বিভাগের আসিফ আযহার (রাজাগঞ্জ ইউনিয়ন), মো. আবু নোমান (সাতবাঁক ইউনিয়ন); ব্যবসায় প্রশাসন বিভাগের সায়েম ফরিদ (সাতবাঁক ইউনিয়ন), আমানউল্লাহ মাহবুব (সাতবাঁক ইউনিয়ন); বাংলা বিভাগের আবুল হাসনাত (কানাইঘাট ইউনিয়ন), রেদওয়ান হোসাইন (কানাইঘাট পৌরসভা), মুরশিদা (সাতবাঁক ইউনিয়ন); লোক প্রশাসন বিভাগের মো. বশির আহমদ রবিন (কানাইঘাট পৌরসভা), এহসান-ই-এলাহী (ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন), মো. মামুনুর রশীদ (সাতবাঁক ইউনিয়ন), ইবাদুর রহমান নাইফ (ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন); সমাজবিজ্ঞান বিভাগের কামরুল ইসলাম (কানাইঘাট পৌরসভা), আবুল কালাম আজাদ (বড়চতুল ইউনিয়ন), ফয়ছল আহমদ লিপু (সাতবাঁক ইউনিয়ন); অর্থনীতি বিভাগের দেলওয়ার হোসেন (ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন), রাহেল (দিঘীরপার পূর্ব ইউনিয়ন), ফাহিমা সুলতানা (কানাইঘাট ইউনিয়ন); জি.ই.ই বিভাগের আফরোজা জেবিন (বড়চতুল ইউনিয়ন); নৃবিজ্ঞান বিভাগের ইলিয়াছ আহমদ (দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন), জুবের (ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন) পি.এস.এস. বিভাগের হাবীবা জাসমিন (দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন) এবং কানাইঘাটের ফটোসাংবাদিক আতিকুল ইসলাম সামী। সমাপনী বক্তব্য শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি দেলওয়ার হোসেন দিলু।