সিলেটবৃহস্পতিবার , ১ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসাছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

Ruhul Amin
আগস্ট ১, ২০১৯ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ময়মনসিংহের গফরগাঁওয়ের মাদ্রাসাছাত্রী মিনহা রাফিদার উপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে ফুঁসছে স্থানীয় জনগণ। এবার তাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদী মানববন্ধন করলো ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’।

এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী শাকি হাসান বাপ্পি, গণিত বিভাগের শিক্ষার্থী সোনিয়া খাতুন, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী রুবেল হোসাইন এবং ভিকটিমের বড় ভাই হাসিব খান প্রমুখ।

বক্তারা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

গত শনিবার দুপুরে গফরগাঁওয়ের স্থানীয় পাঁচবাগ ফাজিল মাদ্রাসাছাত্রী মিনহা ক্লাস শেষে বাড়ি ফেরার সময় উপজেলার পাগলা থানার পাঁচবাগ মোড়ে তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা। পরে তাকে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পরে দগ্ধ মাদ্রাসাছাত্রীর বাবা সালাহ উদ্দিন খান বাদী হয়ে অজ্ঞাতনামা দু’জনকে আসামি করে পাগলা থানায় একটি মামলা দায়ের করেন।