সিলেটবুধবার , ৭ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এসএমপির মতবিনিময়

Ruhul Amin
আগস্ট ৭, ২০১৯ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নানা বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার সকাল ১১টায় নগরীর নাইওরপুলে এসএমপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোরবানির পশুর হাটের ইজারা, ঈদ জামাত ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (পিওএম) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ড. মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক আনোয়ারুল কাদির প্রমুখ।

সভায় নগরবাসী ও হাটের ইজারারের এসএমপির দেয়া নির্দেশনাবলী মেনে চলার অনুরোধ জানানো হয়।