সিলেটবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন মাওলানা যিয়া উদ্দিন

Ruhul Amin
আগস্ট ৮, ২০১৯ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন মাওলানা শায়খ যিয়া উদ্দিন। জীবদ্ধশায়ই তাকে নিয়ে স্মারক প্রকাশ করলেন তার ছাত্ররা। আবার অনুষ্ঠানিক ভাবে স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকেই ভক্তদের ভালোবাসার জবাব দিলেন তিনি। শিক্ষকের প্রতি এমন ভালো বাসার দৃষ্টান্ত এদেশে বিরলই।

বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী ইসলামিশিক্ষাকেন্দ্র জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর (বিয়ানীবাজার) এর মহাপরিচালক, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দিন এর জীবন কর্ম নিয়ে রচিত ‘মুফাক্কিরে ইসলাম’ জীবনী স্মারক এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান বৃহস্পতিবার (৮ আগস্ট) নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়।
জামিয়া মাদানিয়া আঙ্গুরা মাদরাসার ফাযিলদের সংগঠন আশ্-শিহাব পরিষদের ইউকে শাখার সভাপতি মাওলানা মুস্তফা আহমদ পাতনী ও সংগঠনের সভাপতি মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মাওলানা নুরুল ইসলাম খাঁন।
জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর এর সাধারণ সম্পাদক মাওলানা আবদুল খালিক কাসিমিও সহকারী নাযিমে তালিমাত মাওলানা বিলাল আহমদ ইমরানের যৌথ পরিচালনায় মোড়ক উন্মোচনে বক্তারা আরো বলেন, সাধারণত: কোনো মানুষের প্রয়াণের পর তার জীবন ও কর্ম নিয়ে জীবনী গ্রন্থ রচিত হয়। আজকের এই অনুষ্ঠানে যে ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে ‘মুফাক্কিরে ইসলাম’ স্মারক রচিত হয়েছে তিনি আমাদের মাঝে সুস্থ শরীরে বেঁচে আছেন। এই ব্যতিক্রমী রচনা নিয়ে বক্তারা বলেন, জীবিত থাকাবস্থায় গ্রন্থ রচনা হলে ব্যক্তির জীবনের সকল দিক নির্ভুলভাবে উপস্থাপিত হয়। এবং এই রচনা পাঠকমহলে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতাও হয়।
বক্তারা স্মারকগ্রন্থ রচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে জামিয়ার ২০১৫ সালের তাকমিল ফিল হাদিস উত্তীর্ণদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ড. আ.ফ.ম খালিদ হোসেন, শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, শিক্ষাবিদ অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, মুসা আল হাফিজ। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরইঘাট মাদরাসার মাওলানা শফিকুল হক, জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মুফতি মুজিবুর রহমান, জামিয়া কাসিমুল উলূম দরগাহ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল বছির, মেওয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল মতিন, জামিয়া দারুল কুরআন সিলেটের প্রিন্সিপাল এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী,জালালাবাদ লেখক ফোরামের সভাপতি মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মুরাদগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান, জামেয়া দারুল কোরআন সিলেটের শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী, মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আসরারুল হক, মাওলানা আবদুল হাফিজ শমসেরনগরী, মাওলানা সাজিদুর রহমান সাজিদ, মাওলানা মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, মাওলানা হাফিজ মাওলান ফখররুয যামান প্রমুখ।