সিলেটশুক্রবার , ৯ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সার হাসপাতালে ২৫ কোটি টাকা দিলেন সালাহ

Ruhul Amin
আগস্ট ৯, ২০১৯ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
মিসরের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে তিন মিলিয়ন মার্কিন ডলার দান করলেন লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ। বাংলাদেশি মুদ্রামানে এর পরিমাণ প্রায় ২৫ কোটি টাকা। বুধবার কায়রো বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহামেদ উথমান আল-খাস্ত এ তথ্য দিয়েছেন।

সোমবার দেশটির রাজধানী কায়রো ক্যান্সার ইনস্টিটিউট ভবনের সামনে বিস্ফোরণে ২০ জন নিহত ও ৪৭ জন আহত হন। এতে দালানকোঠার ক্ষতি হলেও রোগী, চিকিৎসক-নার্স, কর্মকর্তারা নিরাপদ ছিলেন।

এর পর রোগীদের বিভিন্ন হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। বিস্ফোরক দ্রব্য বোঝাই একটি গাড়ি ওই ভবনে ধাক্কা খেলে সেই হতাহতের ঘটনা ঘটে। পর পরই ভবন সংস্কারের নির্দেশ দিয়েছে সরকার। পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়ে হাসপাতালটি সংস্কারের জন্য তিন মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাঠান মিসরীয় সালাহ।

এবারই প্রথম নয়, অতীতেও দেশবাসীর সেবায় দান করেছেন সালাহ। এর আগে নিজ শহরে শিশু ক্যান্সার হাসপাতালকে একখণ্ড জমি কিনে দেন তিনি। একই সঙ্গে ১২ মিলিয়ন মিসরীয় পাউন্ড অর্থ সাহায্য দেন। টাকার অঙ্কে যা প্রায় ছয় কোটি।