সিলেটশুক্রবার , ৯ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুনামগঞ্জের নোয়াখালীবাজারে তৌহিদী জনতার বিক্ষোভ

Ruhul Amin
আগস্ট ৯, ২০১৯ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!


সিলেট রিপোর্টঃ

উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার কর্তৃক ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির মাধ্যমে কাশ্মীরের বিশেষ স্বাতন্ত্র ও মর্যাদা কেড়ে নেয়ার তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালী বাজার দক্ষিণ সুনামগঞ্জের স্থানীয় উলামায়ে কেরাম।

৯ ই আগস্ট শুক্রবার বাদে আছর “মুসলিম তাওহীদি জনতা নোয়াখালী বাজার দক্ষিণ সুনামগঞ্জ”
কর্তৃক আয়োজিত, বিশাল বিক্ষোভ মিছিলপূর্বক বক্তারা বলেন,
১৯৪৭ সালে জম্মু-কাশ্মীরকে ভারত সরকার কর্তৃক প্রদত্ত সনদ এবং সংবিধানের ৩৭০ ধারা; যার মাধ্যমে তাদের একটা স্বতন্ত্র এবং স্বায়ত্বশাসন ছিল, হিন্দুত্ববাদি বিজেপি সরকার গায়ের জোরে অস্ত্রের মুখে এই সংবিধান সংশোধনের মাধ্যমে কাশ্মীরী মুসলমানদের সে অধিকার কেড়ে নিয়েছে।

১৯৪৮ সালে জাতিসংঘের প্রস্তাবনায় স্পষ্ট বলা হয়েছে যে,কাশ্মীরের জনগণের মতামতের ভিত্তিতেই সেখানকার সমস্যার সমাধান করতে হবে।
অথচ ভারত সরকার জাতিসংঘের এই প্রস্তাবকে লঙ্ঘন করে অস্ত্রের বলে পুরো কাশ্মীরকে জুলুমের রাজ্যে পরিণত করেছে।

অধিকৃত জম্মু-কাশ্মীরকে সাংবিধানিক বিশেষ মর্যাদাদান সম্বলিত ৩৭০ অনুচ্ছেদ বিলোপ এবং প্রশাসনিক বিভক্তিকরণের মাধ্যমে মোদি সরকার কাশ্মীরি জনগণের সাথে রাষ্ট্রীয় বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছে। মিখাইল গর্ভাচেভের আমলে যেভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে খান খান হয়েছিল, মোদি সরকারের আমলে ভারতের সেই পরিণতি হতে যাচ্ছে।
মোদি ভারতকে সোভিয়েত ইউনিয়নের পরিণতির দিকেই ঠেলে দিচ্ছে।
মোদির এ পদক্ষেপের কারণে কাশ্মীরকে কেন্দ্র করে গাযওয়ায়ে হিন্দের ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ।

বক্তারা বলেন, অনতিবিলম্বে কাশ্মীরের মুসলমানদেরকে ঘিরে সকল অন্যায় ও দমনপীড়নমূলক পদক্ষেপ থেকে বিরত হয়ে কাশ্মীরী জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, হযরত মাওল শায়েখ আজিজুল হক সাহেব।
মাওলানা এহসান রেজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বারি মুহিব্বুল হক আযাদ।
নোয়াখালী বাজার জামে মসজিদের ইমামও খতিব হাফেজ মাওলানা নাজমুল ইসলাম,
মাওলানা শহীদুল ইসলাম পলাশী।
মাওলানা মুনিরুল ইসলাম তের হাল।
হাফেজ মাওলানা সালীম আহমদ জামলাবাদ।
মাওলানা মুফতি সালমান মাজহারী, প্রমুখ
প্রতিবাদ সভার শেষে মাওলানা আজিজুল হক সাহেবের মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।