সিলেটশনিবার , ১০ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীর থেকে দৃষ্টি ফেরাতে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে ভারত: ইমরান খান

Ruhul Amin
আগস্ট ১০, ২০১৯ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীর থেকে বিশ্বের নজর ঘোরাতে ভারত ‘যুদ্ধের মতো পরিস্থিতি’ তৈরি করতে পারে।

তিনি বলেন, পুলওয়ামায় হামলার ঘটনার পরেও এমন অবস্থা তৈরি করেছিল ভারত।

সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেওয়াতেই ভারত তড়িঘড়ি করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে বলে মনে করছেন ইমরান খান।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ভারত এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যাতে অন্য পক্ষের ওপর দায় চাপানো যায়।

ইমরান খান আরও বলেন, এমন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এভাবেই দেখেছি যুদ্ধ বাধতে। আমরা সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছি। কিন্তু তারা ভোটের সময়ও পুলওয়ামাকে কেন্দ্র করেই ফায়দা নিতে চেয়েছে। এখনও তারা কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাধানোর চেষ্টা করে যাচ্ছে।