সিলেটশনিবার , ১২ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সর্ব ভারতীয় মুসলমানদের বিশ্ব শান্তি সম্মেলন

Ruhul Amin
নভেম্বর ১২, ২০১৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: রাজস্থানে হযরত খাজা মঈনুদ্দীন চিশতি আজমেরি রহ. দরগাহতে প্রথমবারের মতো সর্ব ভারতীয় মুসলমানদে অংশ গ্রহনে দুদিন ব্যাপি বিশ্ব শান্তি সম্মেলন আজ থেকে অনুষ্টিত হচ্ছে। ভারতজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকল মত পথের দেহলভী ও বেরলভী ত্বরীকার মুসলমানদের নিয়ে আজমেরি দরবার শরিফে এই সম্মেলনের আযোজন করে জমিয়তে উলামায়ে হিন্দ। সম্মেলনে বিশ্বের নানান দেশের ইসলামি নেতারা উপস্থিত হয়েছেন। আজ ভারতের সর্বস্থররের নেতৃবন্দ সম্মেলনে বক্তৃতা করেন,আগামি কাল বিশ্ব নেতারা বক্তৃতা করবেন।
আজ (১২নভেম্বর ১৬ইং) সকালে জমিয়ত নেতা মাওলানা ক্বারি সৈয়দ মোহাম্মদ উসমান মনসুরপুরী, ও জেনারেল সেক্রেটারী সৈয়দ মাহমুদ আসআদ মাদানী, জমিয়ত কলকাতা সভাপতি মন্ত্রী মাওলানা সিদ্দিক উল্লাহ,  দারুল দেওবন্দের মজলিসে আমেলার রুকন মাওলানা রহমত উল্লাহ কাশ্মেরি, আন্দা প্রদেসের সভাপতি মাওলানা পীর শিব্বির আহমদ, করনাটকের সভাপতি মুফতি ইফতেখার আহমদ কাসেমি, মাহারাষ্টের সভাপতি মাওলানা হাফেজ নদীম আহমদ সিদ্দিকী, গুজরাটের সভাপতি মমাওলানা রফিক আহমদ, মধ্যপ্রদেশের সভাপতি এড হাজি মোহাম্মদ হারুন, রাজস্থান ইউপি সভাটতি মাওলানা মতিনুল আহ উসমান কাসেমি, সেন্টাল শরিয়া কাউন্সিলের জেনারেল সেক্রেটারী মাওলানা মাজউদ্দীন আহমদ কাসেমি, দারুল উলুম দেওবন্দের সিনিয়র উস্তাদ মাওলানা সালমান বিজনুরী নকশাবন্দি,বাংলাদেশের মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ প্রমূখ । কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজমেরি দরগাহে পৌছে প্রথমে তারা হযরত খাজা মঈনুদ্দীন চিশতি রহ. মাজার জিয়ারত করেন।
মাজারের প্রধান খাদেম গদিনিশীন সৈয়দ মঈন সরদার চিশতি ও মাজার সেক্রটারী ওয়াহিদ হুসাইন চিশতি, আন্জুমানে গদিনিশীন পীর আরেফ হুসাইন চিশতি তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে লালসালু খ্যাত পাগরী পড়িয়ে দিন। এটা ভারতের সকল মসলকের প্রথম মহা শান্তি সম্মেলন।সম্মেলনে দেওবন্দি উলামায়ে কেরাম ছাড়াও রায়লভী,বেরলভী, বদরপুরী, সহ সকল মতাদর্শি উলামায়ে কেরাম বক্তব্য রাখেন।