সিলেট রিপোর্ট : এশিয়ান ইউনিয়নের ঐক্যগঠনে আপোষহীন সাহিত্য, সাংস্কৃতিক, মানবাধিকার, সাংবাদিকতা সমাজসেবা ও
গবেষনামূলক সংগঠন স্বপ্নবাংলা পরিষদের ১ বছর মেয়াদী কেন্দ্রীয় কার্যনির্বাহী
ওর্য়াকিং কমিটির সেন্ট্র্যাল
চ্যান্সেলর অধ্যাপক তালুকদার তুহিন, সেন্ট্র্যাল ভাইস চ্যান্সেলর আফজাল হোসেইন সোহেল, সেন্ট্র্যাল চীপ গভর্নর শাহীন অাহমদ রাজুকে মনোনীত করে এবং
সেন্ট্র্যাল সিনিয়র ভাইস চ্যন্সলর পদ শূন্য রেখে অাজ
(১৫ ই আগষ্ট ২০১৯ রোজ বৃহস্পতিবার) সাবেক জাতীয় ছাত্রনেতা ও সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা (সেন্ট্র্যাল চীপ এডভাইজর)
মো: জসিম উদদীন ও সেন্ট্র্যাল এসেস্টেন এডভাইজর বাউল কবি মীর এম আজাদ আইবির নির্দেশে
সাক্ষরিত এক প্রেসনোটে
স্বপ্নবাংলা পরিষদের সেন্ট্র্যাল মেয়র কবি এস.পি.সেবু
এ ঘোষনা দেন।
অাগষ্টের শেষ সপ্তাহে উক্ত
নেতৃবৃন্দের শপত নেয়ার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করবেন সেন্ট্র্যাল চীপ এডভাইজর মো: জসিম উদদীন।
কমিটি ঘোষনার পর নব নির্বাচিত স্যারদের অভিবাদন
জ্ঞাপন করেন সংগঠনের
সেন্ট্র্যাল ডেপুটি মেয়র হাসান
মোহাম্মদ মিরাশ, কেন্দ্রীয় ডিভিশনাল মহাসচিব এম.এ.হোসাইন তালুকদার,
কেন্দ্রীয় মহাসচিব আবু বক্কর রুনু তালুকদার, কেন্দ্রীয় প্রধান সংগঠনিক সম্পাদক
মোজাহিদুল ইসলাম রাজু সহ
ভারত, নেপাল, ভুটান, ও এশিয়ান কমান্ডারগন।