সিলেটরবিবার , ১৮ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আইনের মাধ্যমেই সিরিজ বোমা হামলার বিচার হবে : পরিকল্পনামন্ত্রী

Ruhul Amin
আগস্ট ১৮, ২০১৯ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ সংবাদদাতা :
আইনের মাধ্যমেই সিরিজ বোমা হামলার বিচার হবে, তবে প্রক্রিয়ার মাধ্যমে এবং আইনের মাধ্যমেই ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনার বিচার হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

শনিবার সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে আয়োজিত আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী। তিনি আরও বলেন, ‘ আমরা আইনের বিচারে বিশ্বাসী।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধৈর্য ও সহিষ্ণুতা রয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন এদের বিচার হবে। হামলাকারীরা নিজেদের জানান দিতে দেশের ৬৩ জেলায় ওই হামলা করেছিল। আমরা তাদের খুঁজে বের করবো এবং আইন অনুযায়ী তাদের উচিত শাস্তি দেওয়া হবে।’

‘নারী শিক্ষার অগ্রগতি: প্রেক্ষাপট, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ, সুনামগঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পরিকল্পনামন্ত্রীর স্ত্রী জুলেকা মান্নান, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস প্রমুখ।