সিলেটমঙ্গলবার , ২০ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-ঢাকা মহাসড়কে ‘স্পিড গান’

Ruhul Amin
আগস্ট ২০, ২০১৯ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা রোধ করতে সিলেট-ঢাকা মহাসড়কে শুরু হয়েছে ‘স্পিড গানের’ ব্যবহার। এর মাধ্যমে অতিরিক্ত গতির যানবাহনগুলোকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের ৫২ কিলোমিটার এলাকায় এরকম দুটি যন্ত্র নিয়ে কাজ শুরু করেছে নরসিংদী জেলা পুলিশ। একই সঙ্গে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকরা যাতে গাড়ি চালাতে না পারে সে ব্যাপারেও নজরদারি শুরু হয়েছে।
এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সংবাদমাধ্যমকে বলেন, মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ড্রাইভিং লাইসেন্স চেক, ফিটনেস চেকসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে পরিমাপকযন্ত্র বা স্পিড গানের ব্যবহারও শুরু হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।