সিলেটরবিবার , ১৩ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা পরিষদ নির্বাচনে আলোচিত যারা

Ruhul Amin
নভেম্বর ১৩, ২০১৬ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ডিসেম্বরে দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । তবে সাধারণ ভোটার নয়, কেবল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিরাই ভোট দিয়ে নির্বাচিতকরবেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য।
স্থানীয় সরকারের ৪টি প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিরা ভোট দিয়ে নির্বাচিত করবেন একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনে ৫ জন নারী সদস্য।
সিলেট সিটি করপোরেশন, ১৩টি উপজেলা, ৪টি পৌরসভা ও ১০৫টি ইউনিয়নের ১ হাজার ৪৬৭ জন ভোটারকে টার্গেট করেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন সিলেট জেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন প্রার্থীদের অনেকে।
তফসিল ঘোষণার এখনোবাকি।  সিলেট জেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের কিন্তু দৌড়ঝাঁপ রীতিমতোই চলছে।
সিলেট জেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম শোনা যাচ্ছে। এরমধ্যে প্রবীণ নেতাদের পাশাপাশি নবীন অনেকের নামও আলোচিত হচ্ছে। আওয়ামী লীগের তরুণ নেতারাই দৌড়ঝাপে  সবচেয়ে এগিয়ে। কেন্দ্রকে সন্তুষ্ট করে দলীয় সমর্থন নিয়ে আসার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনম শফিকুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
এছাড়া সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছেন  যুব লীগের প্রেসিডিয়াম সদস্য আহমেদ আল কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী। এসব নেতারা দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এডভোকেট নাসির উদ্দিন খানের ঘনিষ্ট সুত্র সিলেট রিপোর্ট ডটকমকে তাদের প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায়
রয়েছেন বলে জানান।