সিলেটবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গ্রেফতার

Ruhul Amin
আগস্ট ২২, ২০১৯ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের সাবেক অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে বুধবার রাতেই গ্রেফতার করেছে সিবিআই। এর পর প্রবীণ ওই কংগ্রেস নেতাকে সিবিআইয়ের সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

দিনভর নানা নাটকীয়তার পর বুধবার রাত পৌনে ১০টায় দেয়াল টপকে বাড়িতে ঢুকে তাকে গ্রেফতার করা হয়। খবর এনডিটিভির।

দিল্লি হাইকোর্ট মঙ্গলবার চিদাম্বরমের আগাম জামিন বাতিল করে দেয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একটি দুর্নীতি মামলায় সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা হন্যে হয়ে তাকে খুঁজছিলেন।

সকালেই চিদাম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ফলে দেশের বাইরে যাওয়ার পথ বন্ধ করে দেয়া হয়েছিল।

বুধবার সুপ্রিমকোর্টে একটি পিটিশন দাখিল করে চিদাম্বরমের আইনজীবীরা জানিয়েছেন, ‘বেপাত্তা’ বলে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি পালিয়ে যাননি এবং বিচার প্রক্রিয়াকেও এড়াচ্ছেন না। তবে আদালতকে সিবিআই পাল্টা জানায়, যে আর্থিক তছরুপের অভিযোগ চিদাম্বরমের বিরুদ্ধে উঠেছে তা নজিরবিহীন।

তবে ৭৩ বছর বয়সী কংগ্রেসের ওই রাজনীতিক তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

কংগ্রেসের এ বর্ষীয়ান নেতা ১৯৮৪ সাল থেকে বিধানসভার নির্বাচন করে আসছেন। এ বছরই কেবল তার আসন থেকে তার ছেলে নির্বাচন করে এবং বিজেপির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পার্লামেন্টে যান।