সিলেটবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাফেজ-মাওলানাদের সম্মানে সংবর্ধনা অনু্ষ্ঠিত

Ruhul Amin
আগস্ট ২২, ২০১৯ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!


.
জায়েদ আল হাফিজ মৌলভীবাজার থেকে :
মৌলভীবাজারে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচকে হাফেজ ও মাওলানাদের সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুফতি মুশাহিদ আলী কাসেমী।
বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ খাঁনের উদ্যোগে ও দুবাই প্রবাসী সাঈদুর রহমানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন
হাম্মাদ রাগিব ও জায়েদ আল হাফিজ।
পবিত্র কুরআনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারচাক ইউপির চেয়ারম্যান নাজমুল হক সেলিম, হিউম্যান রাইটস ও দুদক কর্মী সাংবাদিক আব্দুল হান্নান চিনু, ওয়ার্ড সদস্য মাহবুবুর রহমান, মাস্টার মুহিবুর রহমান, সমাজকর্মী লালা মিয়া, আব্দুল বারী, আব্দুল মালিকসহ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ১৯জন আলেম ও ১১জন হাফেজদের সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, আজকের ব্যতিক্রমী এই সংবর্ধনা অনুষ্ঠান মানুষকে কুরআন-সুন্নাহ শিক্ষার প্রতি অনুপ্রেরণা জাগিয়েছে। সমাজের মূলধারা শিক্ষার ধারক-বাহকদের সম্মান জনসাধারণের কাছে পৌঁছেছে।
বিশেষ অতিথির বক্তব্যে নাজমু হক সেলিম চেয়ারম্যান বলেন, আজকের এই ব্যতিক্রমী অনুষ্ঠান আমাকে আপ্লুত করেছে। আমার ইউনিয়নে এরকম অনুষ্ঠান হচ্ছে দেখে আমি আনন্দিত।
সভাপতির বক্তব্যে মুফতি মুশাহিদ আলী কাসেমী বলেন, আলেম-হাফেজদের সম্মাননা রাসূল সা. এর যুগ থেকে চলে আসছে। এই ধারা এখনও অব্যাহত আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে
আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধিত করার আহ্বান জানান কাসেমী।