সিলেটশনিবার , ২৪ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভিক্ষুকমুক্ত সিলেট গড়ার প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

Ruhul Amin
আগস্ট ২৪, ২০১৯ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
ভিক্ষুকমুক্ত সিলেট গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। এজন্য সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘সরকার সবসময় অসহায় মানুষকে সহযোগিতায় করে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

শনিবার সকালে কবি নজরুল অডিটোরিয়ামে দুরারোগ্য ব্যাধিতে আক্তান্ত রোগিদের চিকিৎসাথে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেবুন্নেসা হক, সিলেটের জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এর আগে শুক্রবার বিকেল পৌনে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা সিলেট সিলেট এসে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এ সময় মন্ত্রীকে অভ্যর্থনা জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিমানবন্দর সংলগ্ন বাইশটিলা এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।

তিনি শনিবার বেলা সাড়ে ১১টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।