সিলেটসোমবার , ২ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শাবি শিক্ষকের চাকুরি ছেড়ে গুগলে যোগদান

Ruhul Amin
সেপ্টেম্বর ২, ২০১৯ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শাবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাবির ইসমাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেছেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও ২০১২-১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স সম্পন্ন করেন। সাবির ইসমাইলের জন্মস্থান সিলেট সদরে। তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন।

শাবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবির ইসমাঈল চলতি বছরের আগস্ট মাসের ২৯ তারিখ গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেছেন। যোগদানের পূর্বে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি ডিগ্রীর জন্য শিক্ষা ছুটিতে ছিলেন। শিক্ষা ছুটি শেষ করে তিনি বিশ্ববিদ্যালয়ের চাকুরি ছেড়ে দিয়ে গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। সাবির ইসমাইল একইসাথে গুগল, অ্যামাজন এবং আমেরিকার এক সফটওয়্যার কোম্পানিতে চাকুরির সুযোগ পেলেও শেষ পর্যন্ত যোগদান করেন গুগলেই।

তিনি আরও বলেন, সর্বশেষ সাবির ইসমাইলকে নিয়ে এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় হতে গুগলেই চাকুরির সুযোগ পেয়েছে পাঁচজন। এদের মধ্যে একজন চাকুরি ছেড়ে দিয়ে দেশে ফিরে নিজেই কোম্পানি প্রতিষ্ঠা করেছেন এবং আরেকজন গুগল ছেড়ে দিয়ে ফেইসবুকে কাজ করছেন। এছাড়াও বেশ কিছু শিক্ষক-শিক্ষার্থী মাইক্রোসফ্ট, অ্যামাজনসহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছেন।

এ বিষয়ে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এটি আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোতে জায়গা করে নিচ্ছে। যা অন্যদের জন্য অনুকরণীয় হবে। আমি আশা রাখি সামনের দিনগুলোতে এই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে। এই বিদ্যাপিঠ এবং দেশের সুনাম রক্ষায় সর্বত্র কাজ করবে।