সিলেটমঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীর ইস্যুতে ফের সৌদি যুবরাজের সঙ্গে কথা বললেন ইমরান খান

Ruhul Amin
সেপ্টেম্বর ৩, ২০১৯ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
কাশ্মীর ইস্যুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আবারও কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার রাতে সৌদি যুবরাজের সঙ্গে ইমরান খান টেলিফোনে কথা বলেছেন। খবর আল আরাবিয়ার।

ফোনালাপে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে সৌদি যুবরাজকে অবহিত করেন ইমরান খান। এ সময় তারা দ্বিপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এ নিয়ে গত দুই সপ্তাহে তৃতীয়বারের মতো সৌদি যুবরাজের সঙ্গে কথা বললেন ইমরান খান।

এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়ের বুধবার পাকিস্তানে আসছেন।

ইসলামাবাদের সৌদি দূতাবাস জানায়, তিনি একদিনের সরকারি সফরে আসছেন। এ সময় তিনি আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ও পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে আলোচনা করবেন।