সিলেটমঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আমি গ্রেফতার হলেও লং মার্চ থেমে থাকবে না: মাওলানা ফজলুর রহমান

Ruhul Amin
সেপ্টেম্বর ৩, ২০১৯ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রহমান বলেছেন, অবৈধ ও অযোগ্য সরকারকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।

তিনি বলেন, পাকিস্তানের বিরোধী দলগুলিসহ জনগণকে নিয়ে আমরা অক্টোবরে সমাবেশ করবো। আমি যদি গ্রেফতারও হয়ে যাই, ইসলামাবাদের লং মার্চ থেমে থাকবে না। প্রয়োজনে দ্বিতীয় এবং তৃতীয় কমান্ড নিযুক্ত করা থাকবে।

আজ মঙ্গলবার পাকিস্তানের জামিয়া উসমানিয়া পেশওয়ারে বেফাকুল মাদারিসের এক সভায় এ কথাগুলো বলেন তিনি।

সভায় প্রদেশের গভর্নর মাওলানা হুসেন আহমেদের বাবার মৃত্যুকে শোক প্রকাশ করে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, গত ২৫ জুলাই জালিয়াতির নির্বাচনের ফলস্বরূপ আমরা অযোগ্য সরকারকে স্বীকৃতি দিয়েছি। দেশের অর্থনীতি ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পাড় করছে দেশ।

মাওলানা ফজলুর রহমান আরো বলেন, আগামী অক্টোবরে গোটা জাতি দেখবে খাইবার থেকে করাচি হয়ে ইসলামাবাদের দিকে বড় ধরণের লং মার্চ। এটা কোনো বৈঠক হবে না বরং জনগণের বিক্ষোভ হবে।

আমরা ইসলামাবাদকে অচল করে দেয়ার প্রস্তুতি নিয়েছে। আমাদের সঙ্গে থাকবে বিরোধীদলগুলি। সুতরাং সময় থাকতে সতর্ক হোন। জনবিক্ষোভ শুরু হলে দমিয়ে রাখা যাবে না।