সিলেটমঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বোরকা পরা নারী চিকিৎসকের ওপর এক মার্কিনির হামলা

Ruhul Amin
সেপ্টেম্বর ৩, ২০১৯ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ভারতে মার্কিন মহিলার হাতে অপদস্থ হলেন ভারতের এক মহিলা চিকিৎসক।

ভারতের পুনে এক মহিলা চিকিৎসক বোরখা পরায় তাকে অশ্লিল ভাষায় গালি গালাজ করেন ঐ মার্কিন মহিলা। তবে শুধু গালিগালাজই নয়, অভিযোগকারী ওই মহিলা চিকিৎসককে মারধরও করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশের বরাতে জানা যায়, ঘটনার দিন পুনে ক্যান্টনমেন্ট এলাকার ক্লোভার সেন্টার মার্কেটে কেনাকাটা করছিলেন ওই মহিলা চিকিৎসকসহ আরও একজন মহিলা।

মহিলা চিকিৎসকের দাবি, তাকে বোরখা পরে থাকতে দেখে তিনি মুসলিম কি না তা জিজ্ঞাসা করেন ওই মার্কিন মহিলা। এরপর তার ধর্ম ইসলাম জেনেই তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে ওই মার্কিন মহিলা।

এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। সেই মোতাবেক পুলিশ তাকে আটক করতে গেলে ওই মার্কিন মহিলা পুলিশ কর্মীদেরও গালিগালাজ করে বলে অভিযোগ। ঘটনার পর গোটা বিষয়টি জানানো হয় মার্কিন দূতাবাসে।

মার্কিন দূতাবাস থেকে কর্মীরা তার সঙ্গে ফোন যোগাযোগ করলে তিনি তাঁদেরও হেনস্থা করেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মার্কিন মহিলা মানসিকভাবে অসুস্থ এবং সেই নিয়ে হাসপাতালে তার চিকিৎসাও চলছে।

পুলিশ আরো জানায়, ঐ মার্কিনি নারী পুনের কোন্ধওয়া এলাকায় একজন মুসলিম ব্যক্তির সঙ্গেই বসবাস করেন।