সিলেটমঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরের পার্কওয়ে হাসপাতালের সাথে হাউজিং এস্টেট এসোসিয়েশনের চুক্তি

Ruhul Amin
সেপ্টেম্বর ৩, ২০১৯ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
সিঙ্গাপুরের পার্কওয়ে হাসপাতালের সিলেট অফিসের সাথে চুক্তি সম্পাদন করেছে হাউজিং এস্টেট এসোসিয়েশন। মঙ্গলবার নগরীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

চুক্তিতে সিঙ্গাপুরের পার্কওয়ে হাসপাতালের বাংলাদেশ কার্যালয়ের পরিচালক জাহিদ খান এবং হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. আজিজুর রহমান স্বাক্ষর করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পার্কওয়ে হাসপাতাল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ অর্চাড হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ নভেনা হাসপাতাল, গ্লেন ঈগলস হাসপাতাল এবং পার্কওয়ে ইস্ট হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে সিলেটের হাউজিং এস্টেট এসোসিয়েশনের সাথে চুক্তি সম্পাদন করেছে।

হাউজিং এস্টেট এসোসিয়েশনের সদস্যদের মধ্যে যারা সিঙ্গাপুরের পার্কওয়ে হাসপাতালের অন্তর্ভুক্ত হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে ইচ্ছুক, তাদের ভিসা, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য পার্কওয়ে হাসপাতালের নগরীর চৌহাট্টাস্থ মানরু শপিং সিটির ৫ম তলাস্থ সিলেট অফিস থেকে গ্রহণ করতে পারবেন। যেমন চিকিৎসার সময়কাল, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, যাতায়াত, থাকার ব্যবস্থা প্রভৃতি সুযোগ-সুবিধা ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিঙ্গাপুরের পার্কওয়ে হাসপাতালের সিলেট অফিসের হেল্পলাইন (০১৯৮৮৭৭৭৭১১) ২৪ ঘন্টা চালু থাকবে। যেখানে নতুন, পুরাতন সকল রোগীই তাদের তথ্য সেবা নিতে সেখানে যোগযোগ করতে পারবেন। নতুন রোগীদের সেবার মধ্যে রয়েছে ডাক্তারদের পরামর্শ, চিকিৎসা সেবার নাম, হাসপাতালে কতোদিন থাকতে হবে এসব বিষয়ে পরামর্শ।

এজন্য রোগীকে তার পুরাতন চিকিৎসার সকল কাগজপত্র ইমেইলযোগে কিংবা সরাসরি অফিসে এসে দিয়ে যেতে হবে। এরপর রোগীর সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ভিসা আমন্ত্রণপত্র, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, বিমানের টিকেট, বিমানবন্দর থেকে পিকআপ, হোটেল বুকিং এবং মেডিকেল ভিসার ব্যবস্থা এ সুবিধাগুলো দেওয়া হবে। এজন্য রোগী এবং তার সাথে অ্যাটেন্ডেসের পাসপোর্টের কপি দিতে হবে। সিঙ্গাপুরের পার্কওয়ে হাসপাতাল থেকে ফিরে আসার পর প্রয়োজন হলে পুনরায় সেখানে না গিয়ে পুরাতন রোগীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমেই সিলেটে বসে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, হাউজিং এস্টেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. এ কে এম দাউদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।