সিলেটবুধবার , ৪ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টের নিয়ন্ত্রণ হারালেন বরিস জনসন

Ruhul Amin
সেপ্টেম্বর ৪, ২০১৯ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :: ব্রেক্সিট ইস্যু নিয়ে পার্লামেন্টের ভোটাভুটিতে ৩২৮-৩০১ ব্যবধানে হেরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতের এ ভোটের ফলে পার্লামেন্টের নিয়ন্ত্রণ এখন চুক্তি ছাড়া ব্রেক্সিটবিরোধী এমপিদের হাতে।

ভোটাভুটিতে প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে গেছেন নিজ দল কনজারভেটিভ পার্টির ২১ জন এমপি। এর মধ্যে রয়েছেন সাবেক কয়েকজন মন্ত্রীও।

জনসন ভোটে হেরে যাওয়ায় বিরোধী এমপিরা এখন চুক্তি ছাড়াই ব্রেক্সিট ঠেকাতে বিল আনতে পারবেন। তবে ভোটাভুটিতে হেরে যাওয়ার পর জনসন বলেছেন, তিনি আগাম নির্বাচনের প্রস্তাব আনবেন।

চলতি বছরের ৩১ অক্টোবর ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্যের বিচ্ছেদ) কার্যকর হওয়ার কথা। কীভাবে, কোন চুক্তিতে সেই বিচ্ছেদ কার্যকর হবে -তা নিয়েই আলোচনা চলছে। তবে এ বিচ্ছেদ নিয়ে কোনো চুক্তি হোক বা না হোক, নির্ধারিত তারিখেই ব্রেক্সিট কার্যকরের ব্যাপারে অনড় ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রেক্সিট ইস্যু নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিরাজ করছে। এর মধ্যে ছুটি শেষে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বৈঠকে বসে ব্রিটেনের পার্লামেন্ট।

বৈঠকের আগেই এক সভায় বরিস জনসন জানিয়েছিলেন, ব্রেক্সিট নিয়ে নিজ দলের যারা বিরোধিতা করবেন তাদের বহিষ্কার করা হবে। তবে বিরোধী দলের পাশাপাশি নিজ দলের বিদ্রোহী এমপিদের কাছে হাউজ অব কমন্সে ৩২৭ ভোটে ভোটে হেরে যান জনসন।