সিলেটমঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পুলিশি হয়রানী বন্ধের দাবিতে ২৪ সেপ্টেম্বর থেকে কর্মবিরতির ডাক সিএনজি অটোরিক্সা শ্রমিকদের

Ruhul Amin
সেপ্টেম্বর ১০, ২০১৯ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সড়কে পুলিশি হয়রানী বন্ধসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সিলেট বিভাগে কর্মবিরতিসহ লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। তারা বলছে, ২৩ সেপ্টেম্বরের মধ্যে দাবি বাস্তবায়তন না করলে তারা এ কর্মসূচি পালন করবেন।

সোমবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন থেকে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদ। তাদের দাবিগুলো হচ্ছে- মহাসড়কে মেট্রোপলিটন এলাকা পর্যন্ত সিএনজি চালিত অটোরিকশা চলাচলের সুযোগ, সিলেট জেলা ও মেট্রো আরটিসি বোর্ডে অটোরিক্সা প্রতিনিধি রাখা, সিলেট শহরসহ সকল উপজেলায় ব্যাটারি চালিত রিক্সা ও অটোবাইক বন্ধ, পুলিশি হয়রানি বন্ধ, অটোরিক্সা নিরাপত্তা গ্রীল সংযোজনের সিদ্ধান্ত বাতিল ইত্যাদি।

মানববন্ধনে অংশ নিতে সিলেট জেলার বিভিন্ন উপজেলার সিএনজি অটোরিক্সা শ্রমিকরা মিছিল নিয়ে উপস্থিত হন। বৃষ্টিতে ভিজে তারা মানববন্ধনে দাঁড়িয়ে দাবির পক্ষে স্লোগানও দেন।