সিলেটবৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড; ২৬ শিক্ষার্থী ও ২ শিক্ষকের মৃত্যু

Ruhul Amin
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
আফ্রিকার দেশ লাইবেরিয়ার একটি মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ শিক্ষার্থী ও ২ শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) স্কুলটির ছাত্রাবাসে আগুন ছড়িয়ে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে পশ্চিম আফ্রিকার এ দেশে এটি সবচেয়ে বড় দুর্যোগগুলোর অন্যতম।

পুলিশ মুখপাত্র মোসেস কার্টার জানান, শিক্ষার্থীরা রাতে কুরআন শিক্ষার ওই সাদরাসায় ঘুমানোর সময় সেখানে এ আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট জর্জ ওয়েহ রাজধানী মনরোভিয়ার উপকণ্ঠের পেনাসবিলে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তিনি ঘটনাস্থলে সাংবাদিকদের আরও বলেন, আমরা নিহত শিক্ষার্থীদের মা-বাবাকে ধৈর্য ধরার অনুরোধ করছি। এ ঘটনা অবশ্যই তাদের জন্য অপূরণীয় ক্ষতি।

তবে পুলিশ মুখপাত্র ছাত্রাবাসটিতে ২৭ শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানায়।

প্রেসিডেন্টের দপ্তর জানায়, অগ্নিকাণ্ডে দুই শিক্ষকের পাশাপাশি ১০ থেকে ২০ বছর বয়সের ২৬ শিক্ষার্থীও প্রাণ হারিয়েছেন।