সিলেটশনিবার , ২১ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে প্রবাসীদের বিক্ষোভ-সমাবেশ

Ruhul Amin
সেপ্টেম্বর ২১, ২০১৯ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

ইতালি প্রতিনিধি: ইতালির নাপোলিতে অভিবাসী সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ এসোসিশন নাপলির আয়োজনে ১৩ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে বিদেশি শ্রমিকরা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

নাপোলির কাম্পানিয়াসহ বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার প্রবাসীরা নাপোলি সিটিতে জড়ো হয়। এসময় তারা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেন।
তাদের দাবি গুলো হলো, পালমা কাম্পানিয়ায় ঈদ ও জুম্মার নামাজের অনুমতি, অবৈধ প্রবাসীদের বৈধকরণ, ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা নিরসন, বিভিন্ন স্থানে বাঙালিদের উপর হামলা বন্ধ করা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালভেনি কর্তৃক প্রবাসী বিরোধী আইন বাতিল করাসহ ১৩ দফা আদায়ে মিছিল ও প্রতিবাদ সভা করে।

মিছিলটি নাপোলির গারিবালদি থেকে শুরু হয়ে ভিয়া রোমায় গিয়ে সমাবেশ, সভা ও জেলা প্রসাশক বরাবর স্মারকলিপি প্রদান করে।

এসময় বক্তব্য রাখেন সি,জি,এল ইমিগ্রেশনের প্রধান জামাল কোয়ানদ্রো, মানবাধিকার সংগঠন তেরে ফেব্রাইয়ো সংগঠনের প্রধান জাল্লুকা প্রেতুন্স, সেনেগাল এসোসিয়েশনের প্রধান কস্তাবিয়ালো, নাপোলি কমুনির এক্সসাইও লাউরা মোরমোরালে, নিরাপত্তা প্রেসিডেন্ট প্রোফেসর ফ্রান্সিসকো বেরলত্তি, মানবাধিকার সংগঠন ইউরেশিয়ার প্রেসিডেন্ট ও বাংলাদেশ এসোসিয়েশন নাপোলির সমন্বয়ক সৈয়দ রাজিব, নাপোলির সিলেট এসোসিয়েশনের সভাপতি গোলাম আক্তার লিটন, শরিয়তপুর এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বাচ্চু, বৃহত্তর খুলনা কল্যাণ সমিতির সভাপতি বশির আহম্মেদ, সহ-সভাপতি শাহজাহান হাওলাদার চুন্নু, নাপোলি আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক গউস উদ্দিন, বরিশাল কল্যাণ সমিতির উপদেষ্টা মোরশেদ আলম, কমিউনিটি নেতা মৃদুল দেওয়ান, বাবলু রহমান, মাহবুবুল আলম মামুন আব্বাস উদ্দিন মিলন, সানজন্নারো আওয়ামী লীগের সভাপতি মোশারেফ খলিফা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নাপোলি মহানগর আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার আলী, নাপোলি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এনামুল হক বাদল প্রমুখ। এছাড়াও বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোটসহ অন্যান্যা রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে যোগদান করেন।

এসময় বক্তারা বলেন, প্রবাসীদের ১৩ দফা ন্যায্য দাবি মানা না হলে পরবর্তীতে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেয়া হবে। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হলে তিনি দ্রুত দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।