সিলেটবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মোদীর বিরুদ্ধে মামলা

Ruhul Amin
সেপ্টেম্বর ২৫, ২০১৯ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মামলা করেছেন কাশ্মীর বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক। হিউস্টনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী শিখ গ্রুপ এবং পাকিস্তানিরা বিক্ষোভ করার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। নয়াদিল্লি কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তা নিয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের হিউস্টন ক্রনিকলের প্রতিবেদন অনুযায়ী, ৭৩ পৃষ্ঠার মামলায় খলিস্তানি রেফারেন্ডাম ফ্রন্টের দুই সদস্যের অভিযোগ, কাশ্মীরে অমানবিক অত্যাচার চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কনওয়াল জিত্ সিং ধিলন। ৩৭০ ধারা বাতিলের পরই এই অত্যাচার চালানো হয় বলে অভিযোগ কাশ্মীর বংশোদ্ভূত মার্কিনীদের। ‘দ্য টরচিউর ভিকটিম প্রটেকশন অ্যাক্ট-১৯৯১’ অনুযায়ী এই মামলা করা হয়েছে।

এতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে বিদেশির বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়া হয়েছে। —ইন্ডিয়া টুডে।