সিলেটবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অনন্য প্রতিষ্ঠান মারকাযুল হিদায়া সিলেট

Ruhul Amin
সেপ্টেম্বর ২৫, ২০১৯ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেট নগরীর শাহজালাল উপশহরের একটি ভাড়াবাসা থেকে যাত্রা শুরু করে ”মারকাযুল হিদায়া সিলেট”। একটি দ্বীনী প্রতিষ্ঠান। ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। বর্তমানে ছাত্রের সংখ্যা ২৫৫ জন। তরুণ আলেম মুফতি নূরুযযামান সাঈদ সিলেট রিপোর্টকে জানান,প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান উন্নত হওয়ায় অল্পদিনেই প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়। প্রতিষ্ঠানটি নিজস্ব ভূমির আলোচনা প্রক্রিয়াধীন। উপশহর A ব্লক সংলগ্ন সাদারপাড়া আবাসিক এলাকায় ১৫ ডিসিমেল জমি ক্রয়ের জন্য সিদ্ধান্ত হয়েছে। এযাবত মারকাযুল হিদায়া সিলেটে যে সকল মনীষী শুভাগমন করেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মুফতি আবুল হাসান মুহাম্মদ আবদুল্লাহ, মুদীর, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা;মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী, মুহতামিম ও শায়খুল হাদীস, জামেয়া কাসিমুল উলূম দরগাহ সিলেট; মুফতি রশীদুর রহমান ফারুক, পীর সাহেব বরুণা; মাওলানা মুহাম্মাদ ইউসুফ শ্যামপুরী, শায়খুল হাদীস, দারুল হাদীস হরিপুর বাজার মাদরাসা;মুফতি আবুল কালাম যাকারিয়া রাহ., সাবেক মুহতামিম, জামেয়া কাসিমুল উলূম দরগাহ সিলেট;মাওলানা আবদুল কাদির শায়খে বাগেরখালী; মাওলানা খলিলুর রহমান রাহ., সাবেক মুহাদ্দিস, জামেয়া কাসিমুল উলূম দরগাহ সিলেট ও খতীব, শাহপরান জামে মসজিদ; ড. আ ফ ম খালিদ হোসেন, সাবেক অধ্যাপক, ওমর গনি এমইএস কলেজ চট্টগ্রাম; মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব; মুফতি মুশতাকুন্নবী কাসেমী, কুমিল্লা; মাওলানা সফিউল্লাহ ফুআদ, বিশিষ্ট লেখক ও গবেষক; মাওলানা শরীফ মুহাম্মদ, সম্পাদক, ইসলাম টাইমস টোয়েন্টিফোর ডটকম; মাওলানা তাহমীদুল মাওলা, মুহাদ্দিস, জামিআতুল উলূমিল ইসলামিয়া ঢাকা; মুফতি ফারুকুযযামান গাজীপুরী, আরবী সাহিত্য বিভাগীয় প্রধান, দারুল উলূম মাদানীনগর মাদরাসা ঢাকা প্রমুখ।
প্রতিষ্ঠানটির জমি ক্রয় ফান্ডে সাধ্যমত সহযোগিতার জন্য দীন দরদী মুসলিম ভাই ও বোনের এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন মাদরাসার নির্বাহী পরিচালক মুফতি নুরুযযামান সাঈদ ও আমিনুত তালীম মাওলানা আব্দুর রহমান কফিল।