সিলেটবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি পাঁচদিন

Ruhul Amin
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি তিনদিন থেকে বাড়িয়ে পাঁচদিন করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বুধবার বলেন, পূজার ছুটি দুইদিন বাড়িয়ে পাঁচ দিন অনুমোদন করা হয়েছে।

তিনি জানান, “প্রাথমিকে ৫ ও ৬ অক্টোবরের ছুটি বাড়ানো হয়েছে, অর্থাৎ ৫-৯ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করা যাবে।”

এ বছর প্রাথমিকের একাডেমিক ক্যালেন্ডারে দুর্গাপূজার ছুটি ছিল ৭ থেকে ৯ অক্টোবর। আর মধ্যমিক স্তরের একাডেমিক ক্যালেন্ডারে পূজার ছুটি ৪ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত- আট দিন নির্ধারিত আছে।

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর ৮৫ দিন আর প্রাথমিকে মোট ছুটি ৭৫ দিন হওয়ায় বিষয়টি আলোচনায় এসেছিল।