সিলেটশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিলো ডাকসু

Ruhul Amin
সেপ্টেম্বর ২৭, ২০১৯ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সব ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ডাকসু। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ডাকসুর নির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন বলেন, ‘এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অলিখিতভাবে ধর্মভিত্তিক মৌলবাদী ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল। পরিবেশ পরিষদের সভায় সামরিক স্বৈরাচারের মদদপুষ্ট সংগঠন জাতীয় ছাত্র সমাজ এবং ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম নিষিদ্ধ ছিল। এটি কোনও প্রস্তাব নয়, একটি সিদ্ধান্ত। আজ থেকে সব ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ।’

সভা সূত্রে জানা গেছে, ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল ইসলাম শয়ন ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করলে সব সদস্য সর্বসস্মতিক্রমে প্রস্তাবটি সমর্থন করেন। ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে ডাকসুর গঠনতন্ত্র এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটে যেন একটি ধারা সংযোজন করা হয়, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আহ্বান জানিয়েছেন সদস্যরা।

সভা শেষে সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, ‘সান্ধ্যকালীন কোর্সের বিষয়ে বিশ্ববিদ্যালরে প্রশাসনকে বলেছি, টাকার বিনিময়ে শিক্ষা এ ধরনের কোনও দর্শন ডাকসু বিশ্বাস করে না। আমরা চাই যে, সান্ধ্যকালীন কোর্সের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পর্যালোচনার মাধ্যমে নতুন করে সিদ্ধান্তে আসুক এবং তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করেছে। ডাকসুর সদস্যরা মৌখিকভাবে প্রস্তাবটি দিয়েছেন। লিখিত আকারে আমরা জমা দেবো।’

জিএস গোলাম রাব্বানীকে নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে এজিএস সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের এজেন্ডাভুক্ত বিষয়গুলোর মধ্যে আলোচনা সীমাবদ্ধ ছিল। ছাত্রলীগের প্যানেলের বাইরে অন্য দুটি পদে যারা ছিল, তারাও কোনও এজেন্ডা দেয়নি। তবে, জিএস গোলাম রাব্বানী ব্যক্তিগত কারণে অনুপস্থিত ছিলেন। আর ভিপি নুরুল হক নুর সভা শেষ হওয়ার আগেই বিয়ের একটি অনুষ্ঠানের কথা বলে চলে গেছেন।
ভিপি নুরুল হক নুর বলেন, ‘যারা জালিয়াতি করে ভর্তি হয়ে ডাকসুতে নির্বাচিত হয়েছে, তাদের বিরুদ্ধে এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করলে ছাত্রলীগ প্যানেলের প্রতিনিধিদের তোপের মুখে পড়ে আমি সভা থেকে বের হয়ে যায়। ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন আমার নামে মিথ্যা তথ্য দিয়েছেন, আমি নাকি বিয়েতে অংশগ্রহণের কথা বলে সভা ত্যাগ করি। যা সম্পূর্ণ মিথ্যা এবং অগ্রহণযোগ্য।

ধর্মভিত্তিক ছাত্র রাজনীতির বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি আগেও নিষিদ্ধ ছিল, এখনও নিষিদ্ধ করা হয়েছে।’

ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মূল্যবোধ ও চেতনার জায়গা, সুতরাং এখানে ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক রাজনীতি চর্চার সুযোগ নেই। সেটি যেন কোনোক্রমেই অনুপ্রবেশ বা কর্মকাণ্ড পরিচালিত না হয়, সে বিষয়ে যেন সবাই যত্নশীল থাকে; সেজন্য ডাকসুর তরফ থেকে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোরামে সেগুলো নিষিদ্ধ করে যেন আইনে পরিণত করা হয়, সেই দাবিও জানানো হয়েছে।’

সভা সূত্রে জানা গেছে, ডাকসুর নির্বাহী সভার এজেন্ডায় বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, গণপরিবহন, কেন্দ্রীয় গ্রন্থাগার সমস্যার নিরসন, সান্ধ্যকালীন কোর্স ও ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি ইত্যাদি বিষয় ছিল। বিকাল চারটায় সভা শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হয়। আজকের সভায় জিএস গোলাম রাব্বানীর অনুপস্থিতিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন। সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
–বাংলা ট্রিবিউন