সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ ইং | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬
সিলেট রিপোর্ট: মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ দেশের বাইরে থাকা অবস্থায়ই পুন:উদ্বোধন হলো কওমী শিক্ষা কমিশনের সরকারি অফিস। আজ (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে অফিস বুঝে নিয়েছেন কমিশনের সদস্য সচিব মুফতি রুহুল আমীন। উত্তরা হাজি ক্যাম্পে নির্ধারিত অফিসটি বুঝে নেন তিনি।
এ বিষয়ে কওমী সনদ বাস্তবায়ন পরিষদের প্রেস সচিব মুফতি তাসনিম গণমাধমেকে জানান, ২০১২ সালে কওমী শিক্ষা কমিশন গঠনের সময়ই এই অফিসটি কওমী কমিশনের জন্য বরাদ্দ ছিলো। কিন্তু কওমী কমিশনের কাজ দীর্ঘ দিন বন্ধ থাকার কারণে অফিসটিও বন্ধ ছিলো। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় মেয়াদ বাড়িয়ে কমিশনটিকে সক্রিয় করার কারণে বন্ধ অফিস আবার চালু করা হয়েছে।
গত ৯ অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করে কওমী মাদরাসার শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি বাস্তবায়নের লক্ষে ২০১২ সালের ১৫ এপ্রিল গঠিত ১৭ সদস্যের কমিটির মেয়াদ বাড়ানো হয়। কমিশনটির চেয়ারম্যান রাখাহয়েছে হাটহাজারী মাদরাসার মহা পরিচালক আল্লামা শাহ আহমদ শফী এবং কো চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com