সিলেটমঙ্গলবার , ১ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে খুন হলেন ছাতকের জুনেদ

Ruhul Amin
অক্টোবর ১, ২০১৯ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
সৌদি আরবের নাজরান শহরে কথা কাটাকাটির জের ধরে খুন হয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার জুনেদ আহমেদ (৩৫)। নিহত জুনেদ আহমেদ ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

এ ঘটনায় তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।

জানা যায়, গত ২৮ অক্টোবর রাত আনুমানিক ১টার সময় নিজ বাসা থেকে পার্শ্ববর্তী বাসায় থাকা তার আপন মামাতো ভাই ও শ্যালকসহ তিনজন মিলে জুনেদ আহমেদকে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর হাতাহাতি ও মারধর করার এক পর্যায়ে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

নিহতের চাচা রহমত আলী আজ মঙ্গলবার (১ অক্টোবর) জানান, দেশে স্ত্রী ছাড়াও জুনেদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে সৌদি আরবে বসবাস করে আসছিলেন তিনি। তার আপন মামাতো ভাই ও চাচা শ্বশুরের ছেলেকে তিনি নিজেই সৌদি আরবে এনেছিলেন।

নিহত জুনেদ আহমেদের খুনের সঙ্গে জড়িত তিন বাংলাদেশিকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশের কাছে সোর্পদ করা হয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। নিহত জুনেদ আহমদের লাশ নাজরানের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।