সিলেটমঙ্গলবার , ১৫ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে সরকারী বাড়ীতে ১১ মুক্তিযোদ্ধা পরিবার

Ruhul Amin
নভেম্বর ১৫, ২০১৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সরকারীভাবে নির্মিত বাড়ীতে বসবাস করছেন ১১টি মুক্তিযোদ্ধা পরিবার। হতদরিদ্র অসহায় ভূমিহীন ও অসচ্ছল এ সকল মুক্তিযোদ্ধা পরিবার দীর্ঘ দিন থেকে মানবেতর জীবন যাপন করে আসছিলেন। ওই সব পরিবারের ঘর গুলিতে বৃষ্টির পানি সর্বদা বর্ষন হত।বাংলাদেশ সরকারের বিশেষ প্রকল্প মুক্তিযোদ্ধা বাসস্থান প্রকল্পের আওতায় অসচ্ছল ভূমিহীন অসহায় মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণ প্রকল্পের মাধ্যমে এই উপজেলায় ১১টি দালান ঘর নির্মাণ করে এ অসহায় মুক্তিযোদ্ধাদের পাশে দাড়িয়েছেন স্থানীয় সাংসদ সদস্য ইমরান আহমদ।

এ প্রকল্পের আওতায় পেয়েছেন নন্দিরগাঁও ইউনিয়নের শিয়ালাহাওরের বীর মুক্তিযোদ্ধা কাশেম আলী ১টি ঘর।

তিনি সরেজমিন পরিদর্শন করে সাংবাদিকদের জানান, দেশ স্বাধীন হওয়ার পর থেকে অভাব অনটনের কারণে তিন বেলা আহার করা কঠিন হয়ে পড়ে। কিভাবে একটি ঘর নির্মাণ করব এটা আমার জন্য স্বপ্ন হয়ে দাড়িয়েছিল। বর্তমান সরকার উদ্যোগ নিয়ে আমাদের মত অসহায় সম্বলহীন মুক্তিযোদ্ধাদের পাশে দাড়িয়ে আমাকে একটি দালান ঘর নির্মাণ করে দিয়েছেন। এতে আমি এবং আমার পরিবার পরিজন নিয়ে আয়েশে জীবন কাটাচ্ছি। আমি সরকার ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদকে অভিনন্দন ও দীর্ঘায়ু কামনা করছি।

এ প্রকল্পের মাধ্যমে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১০ লক্ষ টাকা। উপজেলায় ১১টি ঘরের মধ্যে রয়েছে লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া হাওর গ্রামের আলিফজান বিবি, রুস্তমপুর ইউনিয়নের কুরিখলা গ্রামের আব্দুল করিম, পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিন প্রতাপপুর গ্রামের তাহেরা বেগম, একই ইউনিয়নের দেওয়ারগ্রামের মনির উদ্দিনের ঘর, রুস্তমপুর ইউনিয়নের করিখলা গ্রামের মকছুদুল আলমের ঘর, রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া হাওর গ্রামের মইনুল হোসেনের ঘর, নন্দিরগাও ইউনিয়নের শিয়ালাহাওর গ্রামের কাশেম আলী, লেঙ্গুড়া ইউনিয়নের ফয়জুর রহমান, তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের রুপিজা বিবি, নন্দিরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের ফিরুজ মিয়া ও আলীর গাঁও ইউনিয়নের নাইন্দারহাওর গ্রামের আব্দুল করিমের ঘর।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন জানিয়েছেন অসহায় মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণ যথাযথভাবে সম্পাদন হয়েছে। প্রশাসনের সঠিক তদারকির মাধ্যমে এ প্রকল্পের শতভাগ কাজ সম্পাদন হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবার গুলি নির্মাণাধীন ওই সব বাড়ী গুলিতে বাসবাস করছেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ এ বিষয়ে জানান, গোয়াইনঘাটে সকল ভূমিহীন, অসহায়, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ঘর পর্যায় ক্রমে নির্মাণ করা হবে। ইতি মধ্যে মুক্তিযোদ্ধা বাসস্থান প্রকল্পের আওতায় গোয়াইনঘাটে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে ১১টি দালান ঘর নির্মাণ করা হয়েছে। বাকী ঘরগুলি নির্মাণের জন্য আমি আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি।